শাতিল রাফিয়া (Shatil Rafia)
শাতিল রাফিয়ার জন্ম ২৩ জুলাই। পড়েছেন হলিক্রস গার্লস হাই স্কুল, হলিক্রস কলেজ এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এম.ফার্ম করছেন। পিতা মোঃ আব্দুস সাত্তার এবং মাতা শাহনাজ বেগম। বেড়ে উঠেছেন পিতা-মাতাসম সৈয়দ আলমগীর এবং সালমা আলমগীরের স্নেহ, ভালোবাসা এবং সান্নিধ্যে। ছোটবেলা থেকেই লেখালেখি করেন। ২০১৮ সালে বড় বোন ডা. সৈয়দা জিনিয়া জাফরীনের মাধ্যমে ভার্চুয়াল জগতের সঙ্গে পরিচিত হন। সেখানে এক সাহিত্য পেইজে গল্প লেখা শুরু করেন। এভাবেই তার গল্প ধীরে ধীরে পৌঁছে যায় অগণিত পাঠক-পাঠিকার কাছে। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি তৈলচিত্র আঁকতে ভালোবাসেন। ‘আনন্দমহল’ তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস।
Filter
Product categories
Sort by: