
আল মাহমুদ ( Al Mahmud)
আল মাহমুদ সত্তর দশকের শুরু থেকেই এপার-ওপার বাংলার অন্যতম প্রধান কবি হিসেবে চিহ্নিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামের মোল্লাবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম ও ব্যবসায়ী পরিবারে ১৯৩৬ সালের ১১ জুলাই জন্ম হয়েছিল তাঁর। কিন্তু মাত্র ১৮ বছর বয়স থেকে ঢাকা ও কলকাতার প্রায় সমস্ত নামি পত্র-পত্রিকায় তাঁর একটির পর একটি কবিতা ছাপা হতে শুরু করে। কলকাতার কবিতা, চতুরঙ্গ, নতুন সাহিত্য, চতুষ্কোণ, কৃত্তিবাস, ময়ূখ ও অন্যান্য সাহিত্যপত্রে লেখালেখির সুবাদে কবি হিসেবে তিনি সুখ্যাত হয়ে ওঠেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’; ‘কালের কলস’ দ্বিতীয় কাব্যগ্রন্থ । এ দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেলে তাঁকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয় নি।
আল মাহমুদের মৌলিক গ্রন্থ ও সংকলন মিলে প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে । এর মধ্যে মৌলিক গল্পগ্রন্থ ৬টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৭টি ও শিশু-কিশোর সাহিত্য ৫টি। এছাড়া ঐতিহ্য থেকে ১৩ খ-ে তাঁর রচনাবলীও বের হয়েছে। তিনি সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৮৬), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬), নাসিরউদ্দিন স্বর্ণপদকসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
বাংলা সাহিত্যের এই অন্যতম প্রধান কবি লোকান্তরিত হন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’; ‘কালের কলস’ দ্বিতীয় কাব্যগ্রন্থ । এ দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়ে গেলে তাঁকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয় নি।
আল মাহমুদের মৌলিক গ্রন্থ ও সংকলন মিলে প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০ ছাড়িয়ে গেছে । এর মধ্যে মৌলিক গল্পগ্রন্থ ৬টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৭টি ও শিশু-কিশোর সাহিত্য ৫টি। এছাড়া ঐতিহ্য থেকে ১৩ খ-ে তাঁর রচনাবলীও বের হয়েছে। তিনি সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৮), একুশে পদক (১৯৮৬), ফিলিপস সাহিত্য পুরস্কার (১৯৮৬), নাসিরউদ্দিন স্বর্ণপদকসহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
বাংলা সাহিত্যের এই অন্যতম প্রধান কবি লোকান্তরিত হন ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।
Filter
Product categories
Sort by: