শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ফরিদুর রেজা সাগর। জন্ম ২২ ফেব্রæয়ারি ১৯৫৫। তিনি একজন বাংলাদেশী লেখক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তাকে ‘শিশুবন্ধু’ বলা যায়। তিনি শিশুকিশোর সাহিত্যের প্রিয় চরিত্র ছোটকাকুর স্রষ্টা। মা প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। বাবা বাংলাদেশের প্রথম চলচ্চিত্র-বিষয়ক পত্রিকা ‘সিনেমা’-র সম্পাদক এবং এদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা ফজলুল হক। ‘প্রেসিডেন্ট’ ছবিতে মূল ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ও করেছিলেন। ২০০৫ সালে শিশুসাহিত্যের বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে গণমাধ্যম শাখায় একুশে পদক লাভ করেন। তিনি শিশুদের জন্য পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন। দুঃসাহসিক কাজ, রহস্য, ভ্রমণ, স্মৃতি, আতঙ্ক, মুক্তিযুদ্ধ, বৈজ্ঞানিক কল্পকাহিনী ইত্যাদি বিভিন্ন ধরনের ধারায় তিনি শিশুদের জন্য লিখেছেন।