আবু রেজা মো. ইয়াহিয়া (Abu Reza Md. Yeahia)

আবু রেজা মো. ইয়াহিয়া (Abu Reza Md. Yeahia)

সমাজ বিশ্লেষক, চিন্তাবিদ ও মোটিভেটর। স্বপ্ন দেখেন দরদি সমাজ ও মানবিক পৃথিবীর। বিচিত্র তাঁর লেখার বিষয়- প্রকৃতি, মানুষ, মানুষের মন, সুখ-দুঃখ, হাসি-কান্না, সাফল্য, প্রশান্তি এবং মানবিক পৃথিবীর প্রত্যাশা। 
শৈশব থেকেই লেখালেখির সাথে সখ্য। সমাজ-সংস্কৃতি ও মানবকল্যাণ নিয়ে কাজ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটি ও কচিকাঁচার আসরে যুক্ত থেকে। তুখোড় তার্কিক ছিলেন বিশ্ববিদ্যালয় জীবনে। হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক। নানা বিষয়ে লিখেছেন বিভিন্ন জাতীয় পত্রিকায়।
তিনি ১৯৬৩ সালে মাগুরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা উপমহাদেশের প্রখ্যাত আলেম আবু ইয়াহিয়া মোহাম্মদ আব্দুর রউফ। মাতা জামিলা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১৯৮৫ ও ১৯৮৬ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
পেশাগত জীবনে তিনি একজন স্বনামধন্য ব্যাংকার। বর্তমানে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি রাশিয়া, ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রুনাই, মায়ানমার এবং সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
তাঁর লেখা ‘সাফল্যের অদৃশ্য সিড়িঁ’, ‘টেকসই ব্যাংকিং’, ‘সুখ সাফল্যের মায়াবী জগৎ’, ‘সুখ সাফল্যের পথ নকশা’, ও ‘ফিটনেসের সাতকাহন’ পাঠক মহলে সমাদৃত। ‘সুখ-সাফল্য-শান্তি-প্রশান্তি-কথা অমৃত’ শিরোনামে আরও একটি বই প্রকাশের অপেক্ষায়।

Filter

Sort by: