ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (Dr. Mohammad Jahangir Alam)

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (Dr. Mohammad Jahangir Alam)

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বাল্যকাল থেকেই তাঁর দেশপ্রেম প্রবল। সেই লক্ষ্যে তিনি কৃষি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বিজ্ঞানী হিসেবেও কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা পেশায় কর্মরত। উল্লেখ্য, তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। ইতিমধ্যে তিনি কৃষি ও পরিবেশের ওপর ৩৭টির বেশি গবেষণাভিত্তিক আর্টিক্যাল আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন। তিনি দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, বাংলা ট্রিবিউন, দৈনিক অবজারভার ও দ্য এশিয়ান এইজ-এর একজন নিয়মিত কলামিস্ট। তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, চীন, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন। তা ছাড়া তিনি বাংলাদেশ গলফ ফেডারেশনের তালিকাভুক্ত একজন নিয়মিত গলফার। ইতিমধ্যে তিনি গলফ খেলায় অ্যামেচার ক্যাটাগরিতে বিভিন্ন টুর্নামেন্টে ১৩টির বেশি ট্রফি লাভ করেছেন। তবে সবসময় তাঁর সবকিছুর ঊর্ধ্বে রয়েছে প্রবল দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা। তিনি ওই চেতনাবোধ থেকেই ‘পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ’ শীর্ষক বইটি লিখেছেন, যা বাংলাদেশে গবেষণা ও নীতিনির্ধারণীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Filter

Sort by: