আব্দুল্লাহ আল মামুন (Abdullah al Mamun)

আব্দুল্লাহ আল মামুন (Abdullah al Mamun)

আব্দুল্লাহ আল মামুন ১৯৪২ সালের ১৩ই জুলাই জামালপুরে জন্ম আমড়া পাড়ায় গ্রহণ করেন।
ছাত্রজীবন থেকেই তিনি নাট্য রচনা, নির্দেশনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান প্রযোজক হিসেবে যোগ দিয়ে সিনিয়র প্রযোজক, প্রোগ্রাম ম্যানেজার এবং শেষে পরিচালক। ফিল্ম ও ভিডিও ইউনিট হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৬৬-১৯৯১)। তিনি ছিলেন জাতীয় গনমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক (১৯৯১-২০০১)। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালকও ছিলেন তিনি (২০০১)।
আবদুল্লাহ আল মামুন ৭টি উপন্যাস রচনা ও প্রকাশ করেন, সেগুলো-মানব তোমার সারাজীবন (১৯৮৮), আহ্ দেবদাস (১৯৮৯), তাহাদের যৌবনকাল (১৯৯১), হায় পার্বতী (১৯৯১), এই চুনীলাল (১৯৯৩), গুন্ডাপান্ডার বাবা (১৯৯৩), খলনায়ক (১৯৯৭)।
আবদুল্লাহ আল মামুন নিজের কর্মের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন অসংখ্য জাতীয় পুরস্কার। এসবের মধ্যে অন্যতম হলো-প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার (১৯৭৮), বাংলা একাডেমী পুরস্কার (১৯৭৯), অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার (১৯৮২), দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন তিনি ২০০০ সালে।
দীর্ঘদিন রোগ ভোগের পর ২০০৮ সালের ২১ আগস্ট বারডেম হাসপাতালে এই মেধাবী নাট্যকার, অভিনেতা ও পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Filter

Sort by:

নাটক সমগ্র ১ম খণ্ড
নাটক সমগ্র ১ম খণ্ড
Sale price Tk 400.00
মেহেরজান আরেকবার
মেহেরজান আরেকবার
Sale price Tk 50.00