সুদীপ চক্রবর্তী (Sudip Chakraborty)
সুদীপ চক্রবর্ত্তীর জন্ম ১৯৭৫ সালের ১ ডিসেম্বর, ময়মনসিংহ শহরে। বাবা সত্যেন্দ্র কুমার চক্রবর্ত্তী। মা মুকুল চক্রবর্ত্তী। সহধর্মিণী সুনন্দা রায়। আত্মজাদ্বয় সুদেষ্ণা চক্রবর্ত্তী ও সমগ্না চক্রবর্ত্তী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। জননিরাপত্তা সমুন্নত রাখা এবং জন-অংশীদারিত্বমূলক পুলিশি ব্যবস্থা প্রণয়নে একজন অগ্রসৈনিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতায় জীবনের স্বরূপ নতুন করে অšে¦ষণে ব্রতী হয়েছেন। করোনা অতিমারিকালীন মাঠ পর্যায়ের একজন গর্বিত সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির বীজ অন্তরে ধারণ ও লালন করেন। পারিবারিক আবহের মাঝে ঋদ্ধ সাহিত্যবোধকে লিপিবদ্ধ করার প্রয়াস থেকেই লেখালেখির শুরু। প্রকাশিত কাব্যগ্রন্থ- নিরন্তর নির্বাসন (২০১২); নীলিমায় বালিহাঁস (২০১৩); নিমগ্ন নির্জন (২০২০)। ‘নিঃশব্দ নিনাদ’ কবির চতুর্থ কাব্যগ্রন্থ।
Filter
Product categories
Sort by: