গোলাম কুদ্দুছ (Ghulam Quddus)

গোলাম কুদ্দুছ (Ghulam Quddus)

গোলাম কুদ্দুছ। জন্ম : ১৩ মে ১৯৫৬। পৈতৃক নিবাস : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রাম। বাবা : আবদুল মাবুদ। মাতা : খোরশেদ আরা বেগম। নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। স্ত্রী : মরিয়ম নাসরিন। কন্যা : সামানজা পৃথ্বী ও পুত্র ইয়াসাদ মাবুদ। চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল ও চট্টগ্রাম কলেজে পড়াশুনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি লাভ। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদ ‘ডাকসু’র ভারপ্রাপ্ত ভিপি, হাজী মহসীন হল ছাত্রসংসদের ভিপি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন। ছাত্ররাজনীতি এবং লেখালেখির পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলায় রেখে চলেছেন গৌরবজনক ভূমিকা। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০০০ সালে বাংলাদেশের অন্যতম প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মিলিনিয়াম অধিবেশনে যোগদান করেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮টি। মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন তাঁর গবেষণার মূল-উপজীব্য। এছাড়া পথনাটক লিখেছেন ২টি, গীতি-আলেখ্য ৩টি, লেখা গানের সংখ্যাও একেবারে কম নয়। এর মধ্যে বেশ কয়েকটি গান জনপ্রিয়তাও পেয়েছে। আবু রুশদ মতিনউদ্দিন জন্মশতবর্ষ সম্মাননা, অমলেশ চক্রবর্তী সম্মাননা (কলকাতা), বঙ্গবন্ধু আবৃত্তি সম্মাননা, বাংলা একাডেমি ফেলো (২০২১)।

Filter

Sort by: