হারুন হাবীব (Haroon Habib)
হারুন হাবীবের জন্ম ১ জানুয়ারি ১৯৪৮ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিন অস্ত্র ব্যবহারের সৌভাগ্য লাভ করেন হারুন হাবীব। একটি স্টেনগান, অন্য দুটি কলম ও ক্যামেরা। যুদ্ধ শেষে যে কয়েকজন মুক্তিযোদ্ধা সরাসরি লেখালেখির অঙ্গনে প্রবেশ করেন হারুন হাবীব তাদের অন্যতম। গেরিলা যোদ্ধা ও রণাঙ্গন-সাংবাদিক হারুন হাবীব যুদ্ধকালে ছুটে বেড়িয়েছেন ট্রেঞ্চ থেকে ট্রেঞ্চে, ক্যাম্প থেকে ক্যাম্পে, এক রণাঙ্গন থেকে অন্য রণাঙ্গনে। সেই সুবাদেই মুক্তিযুদ্ধের বহু দুর্লভ ছবি ফ্রেমবন্দি হয়েছে তার ক্যামেরায়- যা জাতীয় ইতিহাসের মূল্যবান দলিল।
তাঁর লেখালেখির সিংহভাগ মুক্তিযুদ্ধ ও বাঙালি সমাজের নিরন্তর লড়াইকে কেন্দ্র করে। তাঁর ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ও যুদ্ধস্মৃতি বাঙালির সেই অমলিন ইতিহাসের ছবি- যা মুক্তিযুদ্ধকে, জাতির মহত্তম ইতিহাস ও ঐতিহ্যকে বিকশিত ধরে।
মুক্তিযুদ্ধের সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্যে তিনি ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। হারুন হাবীব বাংলা একাডেমির সম্মানিত ফেলো। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন (জেপিএফ)-এর নির্বাহী পরিচালক।
Filter
Product categories
Sort by: