বীথি রহমান (Bithi Rahman)
বীথি রহমানের জন্ম ১৫ মার্চ, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আয়মন নদীর কূল ঘেঁষা গ্রামে। ইডেন মহিলা কলেজ থেকে সমাজকর্মে স্নাতকোত্তর। দীর্ঘদিন দৈনিক পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত। প্রথম কবিতা প্রকাশিত হয় ছোটকাগজ ‘সুহৃদ’-এর শিশু বিভাগে, ১৯৯৯ সালে। ‘বিষয়টা সন্দেহজনক’ তাঁর তৃতীয় কবিতার বই। তাঁর প্রথম প্রকাশিত কবিতাগ্রন্থ ‘এখানে অনেকদিন বৃষ্টি হয় না'। প্রকাশিত হয় ২০২২-এর বইমেলায়। দ্বিতীয় কবিতাগ্রন্থ ‘কেঁদে যায় বিকালের শরীর’ প্রকাশিত হয় ২০২৩-এর বইমেলায়। বর্তমানে বীথি রহমান বসবাস করছেন ঢাকার এক কোলাহলহীন স্থানে, নিভৃতে— তার আপন আলয় ‘কামিনীপুর’-এ।
Filter
Product categories
Sort by: