নাসের রহমান (Naser Rahman)
জন্ম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামের তোরাবীয়া পরিবারে। ফটিকছড়ি করোনেশন মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্সসহ এমএ ডিগ্রি অর্জন করেন। তারপর প্রবেশনারি অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর রূপালী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্তব্যরত ছিলেন। বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) ডিএমডি হিসেবে কর্মরত আছেন। নাসের রহমান আমাদের কথাসাহিত্যভুবনের এক প্রাণবন্ত কথাশিল্পী। শব্দচয়নে, বাক্যগঠনে, সর্বোপরি গল্পকথনে তিনি ছড়িয়ে দিতে পারেন জীবনের যতসব সুগন্ধ। সেই সুগন্ধ পাঠকদের বিভোর করে তোলে। মানুষের বিচিত্র সম্পর্ক, হাসি-কান্না, আনন্দ-বেদনা, দুঃখ-কষ্ট, একাকিত্ব, প্রকৃতি-নিসর্গ তাঁর রচনার অনুষঙ্গ। আবার সবকিছুকে ছাপিয়ে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিকতাবোধে উদ্দীপ্ত এসব গল্প। শিশু-কিশোরদের ভেতর সহমর্মিতা, প্রতিযোগিতা ও বন্ধুত্বের মানসিকতা সৃষ্টিতে প্রয়াসী কথাসাহিত্যিক নাসের রহমান মানবিক মূল্যবোধ সম্পন্ন বিষয়ের উপর আলো রেখে গল্প তৈরি করতে সচেষ্ট, যা আমাদের কথাসাহিত্যে এক ভিন্ন মাত্রার সংযোজন। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। প্রমিত উচ্চারণ ও অপূর্ব সুন্দর কথা বলার গুণেও সমৃদ্ধ। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে দীর্ঘদিন থেকে সংবাদ পাঠ করছেন। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর একুশে সম্মাননা (সাহিত্য) পদকে ভূষিত হয়েছেন।
Filter
Product categories
Sort by: