ড. আতিউর রহমান (Dr. Atiur Rahman)

ড. আতিউর রহমান (Dr. Atiur Rahman)

আতিউর রহমান ১৯৫১ সালের ৩ আগস্ট তারিখে বাংলাদেশের জামালপুর জেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রামে জন্ম গ্রহণ করেন। আতিউর রহমান খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ। ২০০৯ সালের ১ মে তিনি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে নিযুক্ত হন। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি বেশ পরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তার লেখা অসংখ্য বই রয়েছে। তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের মার্চে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর ১৫ মার্চ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
গবেষক ও অর্থনীতিবিদ হিসেবে কাজের জন্য এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আর্থিক সেবাখাতে সৃৃজনশীল নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে প্রচুর সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। সর্বশেষ পেয়েছেন বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পদক’ এবং রবীন্দ্র একাডেমির দেওয়া ‘রবীন্দ্র সম্মাননা’। মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কলকাতার এশিয়াটিক সোসাইটি কর্তৃক তিনি ইন্দিরা গান্ধী স্বর্ণ পদক-২০১১ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও, ড. রহমান বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নের অসামান্য অবদান রাখায় শেলটেক পুরস্কার-২০১০-এ ভূষিত হয়েছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদানের জন্য ফিলিপাইনের দাতব্য প্রতিষ্ঠান ‘গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন যে গুসি শান্তি পুরস্কার-২০১৪’ ঘোষণা করে। এখানে তাকে ‘পুওরম্যান ইকোনোমিস্ট’ খেতাবে ভূষিত করা হয়।

Filter

Sort by:

তব ভুবনে, তব ভবনে
তব ভুবনে, তব ভবনে
Sale price Tk 600.00
উন্নয়ন কার জন্য
উন্নয়ন কার জন্য
Sale price Tk 225.00
সুশাসনের সন্ধানে
সুশাসনের সন্ধানে
Sale price Tk 325.00