মো. গোলাম রহমান ( Golam Rahman)
অধ্যাপক ড. মো. গোলাম রহমান সাংবাদিকতার মতো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ভবিষ্যৎ কলমযোদ্ধা তৈরির পাশাপাশি মানুষকে তথ্য জানানোর প্রায় সব শাখায় যিনি অবাধ পদচারনায় মুখর রয়েছেন, তিনি অধ্যাপক
ড. মো. গোলাম রহমান। ক্যালেন্ডারের পাতা গুনলে হয়ত দেখা যাবে, বর্ণাঢ্য কর্মজীবন পাড়ি দিয়ে অবসরের অবসন্নতার সময়ে উপনীত হয়েছেন কিন্তু থেমে থাকেন নি। তিনি আজকের পত্রিকা’র সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একজন খ্যাতিমান গণমাধ্যম গবেষক ও যোগাযোগ বিশেষজ্ঞ। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর প্রায় ৭০ টি গবেষণা নিবন্ধ ছাড়াও তাঁর রচনা ও সম্পাদনায় ১৫ টি গ্রন্থ ও ম্যানুয়াল দেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তাঁর আন্যান্য সখের মধ্যে ছবি তোলা আন্যতম।
যৌবনের শুরুতে যে দেশের জন্মযুদ্ধে অংশ নিয়েছিলেন অধ্যাপক রহমান, কর্মজীবনের অধিকাংশ ব্যয় করেছেন সেই দেশেই। তবে উচ্চতর শিক্ষা-প্রশিক্ষণ, পড়াশোনা, সভা-সেমিনার-গবেষণায় দেশের সীমানা ছেড়েছেন বারবার। আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব করেছেন, পঠন-গবেষণায় অবদান রেখে সুনাম এনেছেন দেশের জন্য। ৩৫ টি দেশ ভ্রমণ করেছেন।
কৈশোরে সোনার বাংলা গঠনের যে স্বপ্নে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন, তাঁর বাস্তবায়নে ক্লান্তিহীনভাবে অবিরাম পথ চলছেন আজও।
Filter
Product categories
Sort by: