লুৎফুন্নাহার পিকি (Lutfunnahar Piki)
নবম শ্রেণিতে পড়াকালে প্রথম কবিতা লেখা। তারপর মাঝেমধ্যে পত্রিকায় কলাম, টুকটাক কবিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক পড়াকালীন romantics (romance plus economics) নামের লিটল ম্যাগাজিনের সম্পাদনা করেন। পড়াশোনা, ক্যারিয়ার, সংসার এসবের ব্যস্ততার মাঝে কবে যেন বিস্মৃত হয়েছিলেন নিজের একান্ত ভুবনটির কথা। দীর্ঘ যুগ পেরিয়ে আবার যখন কলম হাতে নিলেন, ফিরে পেলেন হারানো সে আনন্দ। আর নতুন করে এ পথে আসার অনুক্ষণ অনুপ্রেরণা যুগিয়েছেন একজন ছায়াসঙ্গী, যিনি নিজেও সাহিত্য ও সংগীতচর্চায় নিবেদিত। চট্টগ্রামের মাটিতে জন্ম এবং বেড়ে ওঠা। প্রথম দুটি উপন্যাস ‘অতঃপর’ ও ‘জালবন্দি জীবন’ একুশে বইমেলা ২০১৯ ও ২০২০-এ অন্যপ্রকাশ থেকে প্রকাশিত। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও কবিতা লিখেন। এছাড়া দেশে এবং আন্তর্জাতিক জার্নালে অর্থনীতি বিষয়ে একাধিক গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি, কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। নিজের আনন্দের জন্যই লিখেন, সেই সঙ্গে সে আনন্দ ছড়িয়ে দিতে চান প্রিয় পাঠকদের মাঝে। কাজের অবসরে একটু সময় পেলেই তাই হাতে তুলে নেন কলম। পাঠকের ভালোবাসাই একমাত্র চাওয়া।
Filter
Product categories
Sort by: