হাসানুজ্জামান রিপন (Hasanuzzaman Ripon)
হাসানুজ্জামান রিপনের জন্ম চাঁপাইনবাবগঞ্জ জেলায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (আইন) হিসেবে সরকারি চাকরি শুরু করলেও শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষার মাধ্যমে বিচারক হিসেবে নিজেকে নিবেদিত করেন। প্রায় ১৯ বছরের বিচারিক জীবনে তিনি সহকারী জজ থেকে শুরু করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) সহ নানা পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রাইমারি স্কুলে পড়ার সময়ে পিতা আব্দুল মালেক মিয়ার হাত ধরে ‘প্রতীতি’ আলীনগর ইউনিয়ন সাধারণ পাঠাগারে বইয়ের স্পর্শ আর ঘ্রাণ পান। মাধ্যমিক পাশের আগেই বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্বসাহিত্যের প্রতি অগাধ টান অনুভব করেন। স্কাউটিং আর জিবু স্যার তাঁকে বদলে যেতে সাহায্য করে। ছাত্রজীবনেই সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা শুরু করেন। বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, গান, অভিনয় ইত্যাদি বিষয়ে বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন। পড়তে ভালোবাসেন এখনো। সময় পেলে মেয়ে রায়ার সাথে হারমোনিয়াম নিয়ে বসে পড়েন। ‘বলা বাহুল্য’ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ।
Filter
Sort by: