আসিফ ইকবাল (Asif Iqbal)
চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে আসিফের জন্ম। বহুমাত্রিক তাঁর কাজ। সৃজনশীলতা রক্তে। নামজাদা কর্পোরেট প্রফেশনাল, উদ্যোক্তা, খণ্ডকালীন শিক্ষক, ট্রেইনার কোচ। জনপ্রিয় গীতিকবি। গানচিল মিউজিক ও এসিক্সের প্রতিষ্ঠাতা। শুরু আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে। তারপর বিশ্বখ্যাত কোম্পানি ইউনিলিভার, একটেল (রবি), রিটেইল চেইন স্বপ্নের স্বপ্নদ্রষ্টা আর মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’কে করেছিলেন দেশের অন্যতম সেরা ফুডব্র্যান্ড। এরপর রিয়াল এস্টেটে বিটিআই আর হামিদ গ্রুপ। সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন গীতিকবি সংঘ, বাংলাদেশের।পেশায় ও সংগীতে আছে অনেক অর্জন। তাঁর হাত ধরেই শুরু ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ নামের রিয়েলিটি শো'। ওয়ার্ল্ড মার্কেটিং সামিট কর্তৃক সেরা ৫০ প্রতিভাবান চিফ মার্কেটিং অফিসার এওয়ার্ড, সিএমও কাউন্সিল এশিয়ার ব্র্যান্ড লিডারশীপ এওয়ার্ড, টেলিকম মালয়েশিয়া বাংলাদেশের বেস্ট এমপ্লয়ী এওয়ার্ড উল্লেখযোগ্য। বিচিত্র অভিজ্ঞতায় ঋদ্ধ আসিফের দর্শন—এরাব নবভড়ৎব ুড়ঁ ঃধশব। আগে দাও, পরে নাও—এই উদ্দীপনায় প্রজন্মের জন্য লিখলেন এই প্রথম মানসিক দক্ষতার একটি কার্যকর কাঠামোসহ বই ‘যদি লক্ষ্য থাকে অটুট—সাফল্যের খোলা কৌশল’।আত্মউন্নয়ন ক্যাটাগরিতে লেখা এ বই উজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
Filter
Sort by: