সামছুদ্দীন মাহমুদ (Shamsuddin Mahmud)

সামছুদ্দীন মাহমুদ একজন প্রবাসী কথাসাহিত্যিক ও কবি, যিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার সুয়াবিল গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পেশাগত জীবনের শুরুতে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও পরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন।২০০৫ সাল থেকে তিনি সপরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বর্তমানে ওয়াশিংটন ডিসিতে একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের আইটি সংগঠন বাংলাদেশি আমেরিকান আইটি প্রফেশনালস অর্গানাইজেশন (বাইটপো)-এর সভাপতি এবং ওয়াশিংটনের বুদ্ধিভিত্তিক সংগঠন ইউএস-বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল-এর সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।সাহিত্যচর্চায় তাঁর অবদান প্রশংসিত। ২০২২ সালে তিনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক ‘বাসাপ অ্যাওয়ার্ড’ লাভ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকার একজন নিয়মিত কলাম লেখক হিসেবে পরিচিত।

Filter

Sort by:

টার্ক দ্বীপের সাদা দৈত্য (Tark Diper Sada Daytaya)
25%