আমিনা তাবাসসুম (Amina Tabassum)
জন্ম এবং শৈশব কেটেছে ঢাকা সেনানিবাসে। স্কুলের পড়াশুনা শেষ করেই যুক্তরাজ্যে পদার্পণ। কলেজ, বাকি পড়াশুনা, সংসারজীবন আর কর্মজীবন সবকিছুই যুক্তরাজ্যে। ম্যাথস আর কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করেছেন কিংস কলেজ লন্ডন থেকে। পরবর্তী সময়ে পাবলিক ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি করেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে। বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত। চাকুরির বিষয় পরিসংখ্যান, ডাটা, এনালিটিক্স হলেও আগ্রহ হলো বাংলা সাহিত্য। জীবনের সিংহভাগ দেশের বাইরে কাটিয়েও বাংলা সাহিত্যের মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারেন নি। অন-লাইন সাহিত্যগ্রুপে লেখালেখির মাধ্যমেই তাঁর সাহিত্যজগতের হাতেখড়ি। আমিনার লেখা ছোটগল্প, প্রবন্ধ, ভ্রমণকাহিনি বিভিন্ন পত্রিকা আর গল্প সংকলনে প্রকাশিত হয়েছে। আমিনার প্রথম উপন্যাস ‘মাতৃত্ব’ ২০২১ একুশে বইমেলায় প্রকাশিত হয়। স্বামী, এক পুত্র এবং এক কন্যাকে নিয়ে ইংল্যান্ডের সারেতে এখন তাঁর বসবাস।
Filter
Product categories
Sort by: