মনজুরুল করিম (Manzurul Karim)

মনজুরুল করিম (Manzurul Karim)

মনজুরুল করিমের জন্ম ১৯৬১ সালের ৭ ডিসেম্বর, ফেনীতে। বাবা প্রয়াত মোতাহারুল করিম। মা সাকিনা করিম। ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। শৈশব-কৈশোর কেটেছে ফেনীতে। সেই সময় এই জেলা ছিল সাহিত্যচর্চার অন্যতম চারণভূমি। সম্পৃক্ত ছিলেন ফেনীর বিখ্যাত সাহিত্য মাসিক ‘সোনার হরিণ’ এবং কবিতা গোষ্ঠী ‘ক্যামেলিয়া’-র সঙ্গে। বন্ধুদের নিয়ে গড়েছিলেন ‘সুবচন’ কাব্য ও নাট্যদল। ছিলেন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সাংবাদিকতাও করেছেন ফেনীর ‘সাপ্তাহিক মুহুরী’ ও কুমিল্লার ‘দৈনিক রূপসী বাংলা’য়। লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। এরমধ্যে ঢাকা থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘আমাদের হৃদয়ে আগুন’ ১৯৮৪-এর অমর একুশে বইমেলায় পাঠকপ্রিয়তা লাভ করে। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকে অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ওয়ান ব্যাংক ও এনসিসি ব্যাংক। বর্তমানে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

Filter

Sort by: