বরেন চক্রবর্তী

বরেন চক্রবর্তী

বরেন চক্রবর্তী বাংলাদেশি চিকিৎসক ও সাহিত্যিক। হৃদরোগ বিষয়ক চিকিৎসাবিদ্যায় তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন। ভ্রমণকাহিনী সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ভ্রমণগ্রন্থ- ভেনাস ল্যুভর ও অন্নপূর্ণার দেশে (২০০৭), পিকাসোর রঙ মাইকেলাঞ্জলোর হাতুড়ি (২০১০), আইনস্টাইনের বাড়ি ভ্যানগঘের হলুদ ভুবন (২০১১), ভিঞ্চির ভোজ মাতিসের নাচ (২০১৫)।

Filter

Sort by: