মারুফুল ইসলাম (Maruful Islam)
মারুফুল ইসলাম ১৯৬৩ সালের ২৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। একজন বাংলাদেশী আধুনিক কবি। তিনি জীবিকাসূত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর একজন কর্মকর্তা ছিলেন। কমিশনার অব কাস্টমস্ হিসেবে ঢাকায় কর্মরত অবস্থায় ২০১৫-তে স্বেচ্ছায় ইস্তফা প্রদান করেন। কবিতা লেখা ছাড়াও তিনি প্রবন্ধ রচনা ও সাহিত্যালোচনা করে থাকেন। একধারে তিনি একজন শিশু সাহিত্যিক ও গীতিকার। ২০১৭ সালে তাকে বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্যষ্টি থেকে সমষ্টি- সমস্তই মারুফুল ইসলামের কবিতার আধেয়। কাব্যশিল্পের সম্পন্ন আধারে তিনি ধারণ করেন সমুদয় প্রসন্নতা ও বিষণœতা। তাঁর ভাবনা যৌক্তিক এবং অভিব্যক্তি নান্দনিক। অন্তর্জগৎ ও বহির্জগতের মূর্ত ও বিমূর্ত প্রকাশে তাঁর কবিতা অনবদ্য, অনন্য।
Filter
Product categories
Sort by: