মাশুক আল হোসাইন (Mashuk Al Hossain)
মাশুক আল হোসাইনের জন্ম ২ ডিসেম্বর ১৯৬৬ সালে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি (১৯৮৩), এইচএসসি (১৯৮৫), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক (সম্মান) (১৯৮৮), স্নাতকোত্তর (১৯৮৯)।
প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪টি—পেশীগুলো ছুঁড়ে দেয় জাল (১৯৯২), বন্দনা ভেসে যায় জলে (১৯৯৮), না গদ্য না পদ্য (২০০৪), উড়নচণ্ডীর টোটো (২০০৫), খুলে পড়ছে দুঃখ খুলে পড়ছে বিষ (২০০৬), সেই জল বৃষ্টি হাওয়া (২০০৭), উঠোনে গপসপ (২০০৮), আয়ুর খরচাপাতি (২০০৯), আমি সহস্র বর্ষের কথা বলছি (২০১৩), মাশুক আল হোসাইনের গল্প (২০১৮), অগ্নি আঁচে এ হৃদি নাচে (২০১৯), স্বপ্ন উড়ছে হাওয়ায় হাওয়ায় (২০২১), পুতুল-পুতুল খেলা (২০২১), আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল (২০২৩), উনপঞ্চাশ বায়ু (২০২৩)।
তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
Filter
Product categories
Sort by: