পূরবী বসু (Purabi Basu)
পূরবী বসুর জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৪৯ সাল। তিনি একজন বাঙালি বিজ্ঞানী, গল্পকার, প্রাবন্ধিক, কবি ও ঔপন্যাসিক। তাঁর গল্প, প্রবন্ধাবলি এবং বিবিধ রচনা নারী-ভাবনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় ঋদ্ধ। মুন্সীগঞ্জের সন্তান তিনি। শহরের এক জনপ্রিয় চিকিৎসকের কন্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ করেছেন ফার্মেসিতে অনার্সসহ স্নাতক পর্যায়ের শিক্ষা। তারপর বিদেশ যাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিক্যাল কলেজ অভ পেনসিলভ্যানিয়া ও ইউনিভার্সিটি অভ মিসৌরি থেকে লাভ করেছেন যথাক্রমে প্রাণ-রসায়নে এম.এস. ও পুষ্টিবিজ্ঞানে পিএইচডি। বিজ্ঞানচর্চা তাঁর পেশা। নিউইয়র্কের বিশ্ববিখ্যাত মেমোরিয়াল ¯েøান কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা ও কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনায় কেটেছে বেশ কিছুকাল। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ায়েথ ফার্মাসিউটিক্যালসে কর্মরত ছিলেন। সাহিত্যকর্মের জন্যে বাংলা একাডেমি পুরস্কার (২০১৫) লাভ করেছেন।
পূরবী বসু ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
Filter
Product categories
Sort by: