মোস্তফা মামুন (Mostafa mamun)
বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল আইন। কিন্তু আইনজীবী আর হওয়া হয় নি। এমন আরও অনেক না হওয়ার ভিড় পেরিয়ে যৎসামান্য যা হয়েছে তার পুরোটাই লেখালেখিকেন্দ্রিক। লেখক এবং সাংবাদিক, আপাতত এটাই নামের পাশের পরিচয়।
জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। তারপর সিলেট ক্যাডেট কলেজের রোমাঞ্চকর জীবন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্মান প্রথম বর্ষ থেকেই ক্রীড়া সাংবাদিকতা নামের দারুণ আনন্দময় এক পেশায় জড়িয়ে পড়া। খেলা দেখতে আর লিখতে ভ্রমণ করা হয়ে গেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, সুইজারল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, লেবানন, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ বহু দেশ। বন্ধু-আড্ডা-মানুষ এসব নিয়ে মেতে থাকতে ভালো লাগে। বইপড়া, খেলা দেখাও আছে পছন্দের তালিকায়। কিন্তু সব ছাপিয়ে শেষ পর্যন্ত সবচেয়ে পছন্দের কাজ লেখা। এই নিয়ে চলছে জীবন। প্রকাশিত বই শতাধিক।
Filter
Sort by: