কায়সার খসরু (Kaiser Khasro)

কায়সার খসরু (Kaiser Khasro)

জন্ম ১৯৮৫ তে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান এবং মাতা সেতারা বেগমের চার সন্তানের মধ্যে তিনি তৃতীয়। বাবার রেলওয়ে চাকুরির সুবাধে পাহাড় ঘেরা সবুজ শহর চট্টগ্রামে বেড়ে উঠা, সেখানেই পড়ালেখা। শৈশব থেকেই ঝোঁক ছিল লেখালেখির প্রতি। স্বপ্ন ছিলো সাংবাদিক হওয়ার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াকালীন যুক্ত হন দৈনিক আজাদীতে। লেখালেখিতে প্রথম উৎসাহ জুগিয়েছিলেন বাবা। নিয়মিত লেখা শুরু হয় প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ এবং চট্টগ্রামের নাট্যজন প্রদীপ দেওয়ানজির উৎসাহে। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত আছেন। ‘হিম শ্রাবণে এক মুঠো জোনাকির উষ্ণতা’ তার প্রথম গল্পগ্রন্থ।

Filter

Sort by: