মাজহারুল ইসলাম (Mazharul Islam)

মাজহারুল ইসলাম (Mazharul Islam)

স্কুলজীবন থেকে সম্পৃক্ত নানা সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় যুক্ত হন গ্রুপ থিয়েটার আন্দোলনে। এসময় তিনি মুদ্রণ ও প্রকাশনাশিল্পের সঙ্গেও জড়িত হন অপেশাদার হিসেবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের কয়েক বছরের মধ্যেই ১৯৯৬-এর জানুয়ারিতে পাক্ষিক ‘অন্যদিন’ সম্পাদনা ও প্রকাশনার মাধ্যমে শুরু হয় এক নতুন যাত্রা। পরের বছর শুরু করেন ‘অন্যপ্রকাশ’। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রায় সকল বই এক দশকের বেশি সময় ধরে প্রকাশের ফলে একটা অভিনব জুটি তৈরি হয়, লেখক-প্রকাশক জুটি। ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, নিউইয়র্কসহ আন্তজার্তিক বইমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতায় স্বপ্ন দেখেন একদিন আমাদের এই শিল্পও পৌঁছাবে অনন্য উচ্চতায়।
প্রায় দুই যুগ ধরে লেখালেখি করছেন। মৌলিক গ্রন্থের সংখ্যা ৭টি। গল্পগ্রন্থ ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’ ও ‘জালাল মাস্টারের সংসার’, ‘মৃতের পাসপোর্ট’, ভ্রমণগ্রন্থ ‘হুমায়ূন আহমেদের সঙ্গে নয় রাত’, ‘সিকি শতাব্দী আগে : বজ্র ড্রাগনের দেশে’ ও ‘গ্যাংটকে গ্যাড়াকল দার্জিলিংয়ে কোলাহল’ এবং স্মৃতিকথা ‘হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি ও অন্যান্য’। সম্পাদিত গ্রন্থ ‘আনিসুজ্জামান : দীপ্র মনীষা’, ‘রাবেয়ামঙ্গল’ এবং ‘সৈয়দ শামসুল হকের কলমের সঙ্গে সংসার’। সম্পাদনা করেছেন সাতটি রেসিপির বই।
ছোটপর্দায়ও রয়েছে শিল্পিত পদচারণা। তাঁর পরিচালনায় নির্মিত পাঁচটি টিভি নাটক, একটি টেলিফিল্ম ও একটি ৫৫ পর্বের ধারাবাহিক নাটক দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে।
তিনি এশিয়া প্যাসিফিক পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি।
স্ত্রী তানজিনা রহমান স্বর্ণা ও দুই পুত্র অমিয়-অন্বয়কে নিয়ে তাঁর আপনভুবন।

Filter

Sort by: