অসীম হিমেল (Asim Himel)

অসীম হিমেল (Asim Himel)

হাড়-ভাঙা-জোড়া দেওয়ার পাশাপাশি লেখালেখির চর্চা চলছে সমান্তরালে।
অসীম হিমেল পেশায় একজন অর্থোপেডিক সার্জন হিসেবে নিয়োজিত থাকলেও সাহিত্যের পাতায় লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস। ‘মধ্যরাতের অভিযান’ নামক কিশোর উপন্যাস দিয়ে যাত্রা শুরু করে একে একে লিখেছেন ‘জোছনায় নীল আকাশ’, ‘খেদুমিয়া’, ভাওয়াল উপাখ্যান ‘মেজোকুমার এক সন্ন্যাসী রাজা’, ‘দূরবীনে ব্যাকবেঞ্চার’ ও ‘ধুম্রজালে খেদুমিয়া’। প্রতিটি গল্প, উপন্যাস পেয়েছে পাঠকপ্রিয়তা। বর্তমানে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), পঙ্গু হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত।
এই বইমেলায় প্রকাশ পেলো ‘তেইল্লাচোরা’ ও ‘সাতপুরুষে খেদু মিয়া’ শীর্ষক দুই উপন্যাস।

Filter

Sort by: