ইভা আরমান (Iva Arman)
জন্ম ৭ ডিসেম্বর। বাবা শেখ বদরুদদ্দোজা ও মাতা সালেহা বেগমের দুই কন্যা সন্তানের মধ্যে তিনি ছোট। বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পড়েছেন
মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল,
আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে স্নাতক।
সংগীত জগতে ‘ইভা রহমান’ একটি সুপরিচিত নাম। ২০০৪ সালে প্রথম গানের একক অ্যালবাম বের হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে মোট ২৪টি একক অ্যালবাম বাজারে রয়েছে। কণ্ঠশিল্পী হিসেবে তিনি দেশ-বিদেশ থেকে অনেক পুরস্কার অর্জন করেছেন। কলকাতা থেকে পেয়েছেন ‘কালাকার’ অ্যাওয়ার্ড।
এছাড়াও সমাজ সেবামূলক কাজের সঙ্গেও তিনি সম্পৃক্ত। নারী ও শিশুদের বিভিন্ন আর্থ-সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকেন।
উল্লেখ্য, ইভা আরমানের দাদা মোঃ ইব্রাহিম কলকাতার একজন সুপরিচিত লেখক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রšে’র মধ্যে রয়েছে—শিশু-কিশোরদের জন্য রচিত কবিতা ও ছড়ার বই ‘চড়ুইভাতি’ (১৩৬৩) ও ‘জলসা’ (১৩৫৮)। সেই সুবাদে দাদার কবিতার বই পড়ে ছোটবেলা থেকেই কবিতা, ছড়া ও গল্প লেখায় তাঁর আগ্রহ জন্মায়।
বাকি জীবনে লেখালেখির মাধ্যমে সাহিত্য জগতে তিনি দাগ রেখে যেতে চান।
Filter
Sort by: