মনোয়ার হোসেন (Monowar Hossain)
জন্ম থেকে বেড়ে ওঠা পুরনো ঢাকায়। চট্টগ্রামের বাংলাদেশ মেরিন একাডেমির ২৫তম ব্যাচের ছাত্র। সেই সূত্রে সমুদ্রগামী জাহাজে দীর্ঘ চাকরিজীবনে পৃথিবীর প্রায় সব দেশ ভ্রমণ করেছেন, এই অভিজ্ঞতা তাঁর দেখার দৃষ্টিকে গভীর করেছে। ছোটবেলায় বাবার অনুপ্রেরণায় লেখায় হাতেখড়ি। মূলত কবিতা লেখা দিয়ে শুরু করলেও গল্প-উপন্যাস লিখতে ভালোবাসেন সমানভাবে। গল্পে মানব মনের জটিল মনোজগৎ নিয়ে ভাবতে ও লিখতে ভালোবাসেন। ২০২০ সনের বইমেলায় প্রকাশিত হয়েছিল ‘সুন্দরবনের ঘোড়া মাজেদ’। ২০২৩-এর বইমেলায় অন্যপ্রকাশ থেকে এসেছিল গোয়েন্দা উপন্যাস ‘ডাবল ক্রস’। বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে, ফলশ্রুতিতে প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছে। ‘চক্রব্যূহ’ উপন্যাসটি ডাবল ক্রস-এর গোয়েন্দা হাসিব উদ দৌলার দ্বিতীয় ধারাবাহিক উপন্যাস। লেখক দেশকে ভালোবাসেন। একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে যেমন অবদান রাখছেন, লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যেও কিছু অবদান রেখে যেতে চান।
Filter
Product categories
Sort by: