তাবারক হোসেন (Tabarak hossain)

তাবারক হোসেন (Tabarak hossain)

উইং কমান্ডার মোঃ তাবারক হোসেন ভূঁঞা, পিএসসি ২০০৫ সালে বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস্ কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুরের একজন গ্রাজুয়েট। তিনি ১৯৮৭ সালের ২৯ ডিসেম্বর বিমান বাহিনী একাডেমীতে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়ে কমান্ড্যান্ট’স ট্রফি অজর্নপূর্বক কমিশন প্রাপ্ত হন। নর্থ সাউথ বিশ^বিদ্যালয় থেকে এমবিএ প্রোগ্রামে সর্বোচ্চ সিজিপিএ (৪.০ এর মধ্যে ৪.০) পেয়ে চ্যান্সেলর’স স্বর্ণপদক অর্জন করেন। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। একই বিশ^বিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদ থেকে তিনি এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কানাডার ইয়র্ক বিশ^বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে কন্ট্রাক্ট ল’ কোর্স সম্পন্ন করেন এবং টরন্টো বিশ^বিদ্যালয় থেকে গ্লোবাল প্রফেশনাল এলএলএম ডিগ্রিও অর্জন করেন। একই বিশ^বিদ্যালয়ের ল’ ফ্যাকাল্টি থেকে তিনি ইন্টারন্যাশনালী ট্রেইনড্্ লইয়ার’স প্রোগ্রাম সম্পন্ন করেন। তাছাড়া তিনি ব্যারিস্টার এবং সলিসিটর হিসেবে ল’ প্র্যাকটিসের জন্য কানাডার ফেডারেশন অব ল’ সোসাইটিজ-এর ন্যাশনাল কমিটি অন অ্যাক্রেডিটেশন (এনসিএ) থেকে সার্টিফিকেট অব কোয়ালিফিকেশন অর্জন করেন। তিনি নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকনমিক্্স্ অনুষদের একজন খণ্ডকালীন অধ্যাপক। তা ছাড়া তিনি দীর্ঘদিন ইস্টওয়েস্ট বিশ^বিদ্যালয়, ব্র্যাক বিশ^বিদ্যালয়, সাউথইস্ট বিশ^বিদ্যালয় ও ডেফোডিল ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যালয়ে এমবিএ প্রোগ্রামে অধ্যাপনা করেছেন। তাঁর লেখা বেশ কয়েকটি নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ও দর্শকপ্রিয়তা লাভ করেছে। তাবারক হোসেন নামে তিনি লেখালেখি করেন। তিনি একজন খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার।

Filter

Sort by:

তিন রাগিণী
তিন রাগিণী
Sale price Tk 1,000.00