মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ
সব্যসাচী লেখক হারুন হাবীবের প্রবন্ধগুচ্ছ পত্রস্থ হলো এ গ্রন্থে। মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা-সংস্কৃতি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের সমাজ বাস্তবতা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের উত্থান, মুক্তিযোদ্ধাদের সংকট, বিদ্যমান পরিবেশে মুক্তিযুদ্ধের হৃত চেতনা পুনরুদ্ধারসহ বহুদিক গভীর অন্তর্দৃষ্টি দিয়ে স্পর্শ করেছেন লেখক। এ গ্রন্থে সংকলিত তাঁর রচনামালা বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ইতিপূর্বে।অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ...
মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০০০
পৃষ্ঠার দৈর্ঘ্য
144
ISBN
9789845029810
বইয়ের তথ্য
সব্যসাচী লেখক হারুন হাবীবের প্রবন্ধগুচ্ছ পত্রস্থ হলো এ গ্রন্থে। মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা-সংস্কৃতি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের সমাজ বাস্তবতা, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের উত্থান, মুক্তিযোদ্ধাদের সংকট, বিদ্যমান পরিবেশে মুক্তিযুদ্ধের হৃত চেতনা পুনরুদ্ধারসহ বহুদিক গভীর অন্তর্দৃষ্টি দিয়ে স্পর্শ করেছেন লেখক। এ গ্রন্থে সংকলিত তাঁর রচনামালা বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ইতিপূর্বে।
অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ যার ওপর ভিত্তি করে সংঘটিত হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ- সেই জাতীয়তাবাদের অবাধ বিকাশ সর্বান্তকরণে কামনা করেছেন লেখক। সংকলিত প্রবন্ধগুলোয় একদিকে আছে নির্মোহ আত্মসমালোচনা, অন্যদিকে আছে লেখকের তেজোদীপ্ত উচ্চারণ- যা একজন মুক্তিযোদ্ধা-লেখকের অন্তর্গত দায়বোধ থেকেই উৎসারিত।
এ গ্রন্থে সংকলিত সবকটি লেখাই ইতিপূর্বে দেশের শীর্ষস্থানীয় দৈনিকসমূহে প্রকাশিত। পূর্বাপর সঙ্গতি রেখে লেখাগুলো এ গ্রন্থে পুনর্বিন্যস্ত হলো ঐতিহাসিক দলিল হিসেবে- যা মুক্তিযুদ্ধের চেতনা লালন ও বিকাশে নবপপ্রন্মকে দেবে প্রেরণা আর স্পষ্ট পথ নির্দেশনা।