
হলিউডের হইচই সাহেব
মোটেলের সুইমিংপুলের পাশে ইন্সপেক্টর রবার্টসন আর আমরা বসে রয়েছি। রবার্টসনের এই মোটেলে আসার কারণ অনেকগুলো অভিযোগ। গতকাল এই মোটেলে পাঁচজন অতিথি ছিলেন। তাদের কেউই বাড়ি ফিরে যান নি। পাঁচজনের বাড়ি থেকে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। প্রতীকের মায়ের অভিযোগ থানা গুরুত্বের সঙ্গে নেয় নি, বলেছে ইয়াং ছেলে, কোথাও বন্ধুদের সঙ্গে গেছে। যে-কোনো সময় ফিরে আসবে।অন্যান্য থানাও এই ধরনের অভিযোগ পাবার পর...

হলিউডের হইচই সাহেব
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০১২
পৃষ্ঠার দৈর্ঘ্য
64
ISBN
9789845020343
বইয়ের তথ্য
মোটেলের সুইমিংপুলের পাশে ইন্সপেক্টর রবার্টসন আর আমরা বসে রয়েছি। রবার্টসনের এই মোটেলে আসার কারণ অনেকগুলো অভিযোগ। গতকাল এই মোটেলে পাঁচজন অতিথি ছিলেন। তাদের কেউই বাড়ি ফিরে যান নি। পাঁচজনের বাড়ি থেকে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। প্রতীকের মায়ের অভিযোগ থানা গুরুত্বের সঙ্গে নেয় নি, বলেছে ইয়াং ছেলে, কোথাও বন্ধুদের সঙ্গে গেছে। যে-কোনো সময় ফিরে আসবে।
অন্যান্য থানাও এই ধরনের অভিযোগ পাবার পর প্রায় একই রকম কথা বলেছে। কিন্তু পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রবার্টসন তার কম্পিউটার ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে খেয়াল করলেন, এক রাতে ছয়জন অভিভাবক একই রকম অভিযোগ করেছে। খোঁজ করতে গিয়ে তিনি দেখলেন, যে ছয়জন বাড়ি ফিরে যায় নি, তারা সবাই কোনো-না-কোনোভাবে যোগীন্দর’স মোটেলের সঙ্গে জড়িত।