নাদিয়া আফরিন (Nadiya Afrin)
নাদিয়া আফরিন। পড়াশোনার বিষয় কম্পিউটার বিজ্ঞান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। উচ্চতর শিক্ষা : এক্সেস কনসাস বার্স, প্রতিষ্ঠানÑনীরজা পোদ্দার, ব্যাঙ্গালোর। ছোটবেলা থেকেই কল্পনা জগতে ভ্রমণ করা একজন মানুষ। আর তার সেই জগতে রয়েছে অনেক অনেক গল্প, চরিত্র। মূলত সেগুলোকেই তিনি তাঁর লেখনীশক্তির মাধ্যমে গল্প-উপন্যাসে রূপ দেন। এছাড়া ঘরে ঢুকে পড়া ফড়িং, প্রজাপতি, চারপাশের গাছপালা, পোষ্য, এমনকি কাছের ও দূরের মানুষদের মধ্যেও তিনি খুঁজে পান একের পর এক গল্প। পেশাগত জীবনে তিনি সফটওয়্যার ডেভেলপার হলেও পরবর্তী সময়ে তাঁর প্রধান পরিচয় হয়ে ওঠে একজন সফল উদ্যোক্তা। দেশের প্রথম অনলাইন ব্যবসা বা দোকান ‘ডিয়ারিন এলিগেন্স’ তাঁর। কর্মজীবনের শুরু নিজের খোলা সফটওয়্যার ফার্ম ‘স্পারকিং কোড’-এর মাধ্যমে। উদ্যোক্তা হিসেবে জিতেছেন অনেক পুরষ্কার। কলকাতায় অনুষ্ঠিত ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার-২০২২’ লাভ করেছেন। তবে সবচেয়ে ভালোবাসেন লিখতে। স্বপ্ন দেখেন ভালো মানের চলচ্চিত্র নির্মাণের। প্রথম গল্পগ্রন্থ ‘কোজাগরীর বসন্ত’ বের হয় ২০১৯ সালে, বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায়। তারপরের বছর ২০২০ সালে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় বের হয় প্রথম উপন্যাস ‘রূপকথার চুপকথা’, যা মানবিক ধারার পাঠক মনে নাড়া দিয়ে বিপুল প্রশংসা কুড়িয়েছে দেশে ও দেশের বাইরে। উপন্যাসটির কাহিনি নিয়ে একটি ইন্দো-বাংলা চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা প্রায় পাকাপাকি হওয়ার পথে। এছাড়া দেশের জনপ্রিয় বিভিন্ন পত্র-পত্রিকায় বেরিয়েছে তাঁর গল্প, উপন্যাস ও প্রবন্ধ। নেশা : বইপড়া, মেডিটেশন, ভ্রমণ, প্যারাগ্লাইডিং, কায়াকিং ও স্কাইডাইভিং, ফ্যাশন ডিজাইন ও রান্না। স্বপ্ন : সুন্দর সমাজ ও দেশ।
Filter
Product categories
Sort by: