হুসেইন ফজলুল বারী (Hussein Fazlul Bari)
হুসেইন ফজলুল বারী, লেখক ও গবেষক। জন্ম ১৯৭৮ সালে কুমিল্লায়। পেশায় বিচারক। উপসচিব হিসেবে কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন-স্নাতক শেভেনিং বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও খণ্ডকালীন শিক্ষক। চাকরি, গবেষণা, প্রশিক্ষণ আর নিছক ভ্রমণের নেশায় ঘুরেছেন দেশে-বিদেশে। বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখছেন সুখপাঠ্য গল্প ও ভ্রমণালেখ্য। প্রকাশিত গ্রন্থ বিলেতি সৌরভ [২০২১]।
Filter
Product categories
Sort by: