এবছর একুশে পদক পেলেন ২১জন

এবছর একুশে পদক পেলেন ২১জন
বিভিন্ন ক্ষেত্রে জীবনব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২১জন বিশিষ্ট নাগরিককে ২০২৪ সালের একুশে পদক প্রদান করেছে সরকার। এই ২১জন বিশিষ্ট নাগরিক হলেনÑআশরাফুদ্দীন আহমেদ (ভাষা আন্দোলন, মরণোত্তর); হাতেম আলী মিয়া (মুক্তিযুদ্ধ, মরণোত্তর); জালাল উদ্দীন খাঁ (সংগীত, মরণোত্তর), কল্যাণী ঘোষ (সংগীত), বিদিত লাল দাস (সংগীত, মরণোত্তর), এন্ড্রু কিশোর (সংগীত, মরণোত্তর) ও শুভ্রদেব (সংগীত); শিবলী মোহাম্মদ (নৃত্য); ডলি জহুর ও আলমগীর (অভিনয়); খান মোহাম্মদ মোস্তফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী (আবৃত্তি); শাহাজাহান আহমেদ বিকাশ (চিত্রকলা); কাওসার চৌধুরী (প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিং); মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ (সমাজসেবা); রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, ড. মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন ও মিনার মনসুর (ভাষা ও সাহিত্য); অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু (শিক্ষা)।

উল্লেখ্য, একুশে পদক ২০২৪ প্রাপ্ত ২১জন বিশিষ্ট নাগরিক ও তাদের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Sidebar

Blog categories
    Recent Post

    This section doesn’t currently include any content. Add content to this section using the sidebar.