মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম

স্কুলজীবন থেকে সম্পৃক্ত নানা সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় যুক্ত হন গ্রুপ থিয়েটার আন্দোলনে। এসময় তিনি মুদ্রণ ও প্রকাশনাশিল্পের সঙ্গেও জড়িত হন অপেশাদার হিসেবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের কয়েক বছরের মধ্যেই ১৯৯৬-এর জানুয়ারিতে পাক্ষিক ‘অন্যদিন’ সম্পাদনা ও প্রকাশনার মাধ্যমে শুরু হয় এক নতুন যাত্রা। পরের বছর শুরু করেন ‘অন্যপ্রকাশ’। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রায় সকল বই এক দশকের বেশি সময় ধরে প্রকাশের ফলে একটা অভিনব জুটি তৈরি হয়, লেখক-প্রকাশক জুটি। ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, নিউইয়র্কসহ আন্তজার্তিক বইমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতায় স্বপ্ন দেখেন একদিন আমাদের এই শিল্পও পৌঁছাবে অনন্য উচ্চতায়।