হরিশংকর জলদাস
জন্ম ১৯৫৩-র ৩ মে, রবিবার। চট্টগ্রামের উত্তর পতেঙ্গার জেলেপল্লিতে। সমাজলাঞ্ছিত হয়ে মধ্যবয়সে লিখতে বসেছেন। পঞ্চান্ন বছর বয়সে প্রথম উপন্যাস- ‘জলপুত্র’।
উল্লেখযোগ্য উপন্যাস
দহনকাল, কসবি, রামগোলাম, রঙ্গশালা, আমি মৃণালিনী নই, মোহনা, সেই আমি নই আমি, প্রতিদ্বন্দ্বী, সুখলতার ঘর নেই, একলব্য, মৎস্যগন্ধা, কুন্তীর বস্ত্রহরণ, বাতাসে বইঠার শব্দ।
উল্লেখযোগ্য গল্পগ্রন্থ
হরকিশোরবাবু, জলদাসীর গল্প, লুচ্চা, মাকাল লতা, ক্ষরণ, চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত, যুগল দাসী, পৌরাণিক গল্প, প্রান্তজনের গল্প, গল্পসমগ্র ১ ও ২।
বহু প্রশংসিত গ্রন্থ
জীবনানন্দ ও তাঁর কাল, নোনাজলে ডুবসাঁতার, কৈবর্ত কথা, আমার কর্ণফুলী, নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন, নতুন জুতোয় পুরনো পা।
পুরস্কার ও সম্মাননা অনেক।
প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার, সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার, বাংলাদেশ মানবাধিকার কমিশন পদক, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক।
২০১২-তে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।
২০১৯-এ বাংলা ভাষা ও সাহিত্যে একুশে পদক।