অরুণ কুমার বিশ্বাস

অরুণ কুমার বিশ্বাস

এক্স-নটরডেমিয়ান, ইংরেজি সাহিত্যে এমএ, ঢাকা বিশ^বিদ্যালয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় মাস্টার্স করেন লন্ডনে। লেখালেখির শুরুটা তাঁর কলেজকাল থেকেই। তিনি অসম্ভব প্রাণোচ্ছল একজন মানুষ। ঘুরতে পছন্দ করেন। নতুন দেশ নতুন মানুষ তাঁর আগ্রহের বিষয়। বিভিন্ন দৈনিক ও সাময়িকীতে নিয়মিত গল্প লিখছেন।
লেখক মূলত গোয়েন্দাগল্পের দারুণ ভক্ত। পড়া থেকে শেখা কিংবা লেখা, তার মানে অন্ধ অনুকরণ নয়। বলা বাহুল্য, পাঁড়পাঠক তিনি। তাঁর মৌলিক গোয়েন্দা উপন্যাসের মধ্যে কফিমেকার, জলপিপি, আলিম বেগের খুলি, অনল মিত্রের অপমৃত্যু, জিরো মোটিভ, সাইকোপ্যাথ, গুপ্তি উল্লেখযোগ্য। লেখালেখির তাগিদে সম্প্রতি তিনি আবারও ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রত্ব গ্রহণ করেছেন। পড়ছেন ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে। অসামান্য মেধার স্বীকৃতি হিসেবে নটরডেম কলেজ থেকে তিনি ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স’ অর্জন করেন। ‘স্পাই’ উপন্যাসের জন্য পান চ্যানেল আই প্রবর্তিত ‘ফানকেক-আনন্দ আলো’ সাহিত্য পুরস্কার।
শিশু-কিশোরদের জন্য লিখছেন ছড়া, অ্যাডভেঞ্চার, ভুতুড়ে ও গোয়েন্দাগল্প। গুবলু তার প্রিয় কিশোর গোয়েন্দা। পেশাগত কাজের ফাঁকে (বাংলাদেশ সিভিল সার্ভিস) তিনি সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লেখেন। তিনি আড্ডার আমেজে জম্পেশ গল্পও বলেন।
তাঁর জন্ম গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন জহরেরকান্দি গ্রামে। স্ত্রী ডা. তপতী মণ্ডল। স্বাস্থ্যসেবা বিষয়ে তাঁর একাধিক বই রয়েছে। দুই ছেলে অনিকেত ও অগ্নিশ। তারাও লেখে। পুরো লেখক পরিবার।