
খৈয়ামের খেরোখাতা (Tahmid Hassan)
তুমি ফিরবে না, ফিরব না আমিআসবে না ফিরে সেই মধুমাস;রাত নামে যদি সাগরের তীরেআমাদের ছায়া করে ফিসফাস। এ জীবনে আর হবে নাকো দেখাহবে না আবার সমুদ্রভ্রমণ;বয়সের বুড়ি এসেছে কি ফিরে ?কোথায় হারাল যুগল যৌবন! মনে পড়ে যদি আমাকে আবারহাতে তুলে নিয়ো এক গোছা ফুল;কান পেতে শোনো বধূ বিদেশিনীআমিও এখানে বলছি কবুল!

খৈয়ামের খেরোখাতা (Tahmid Hassan)
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৫
পৃষ্ঠার দৈর্ঘ্য
80
ISBN
978 984 99334 0 3
বইয়ের তথ্য
তুমি ফিরবে না, ফিরব না আমি
আসবে না ফিরে সেই মধুমাস;
রাত নামে যদি সাগরের তীরে
আমাদের ছায়া করে ফিসফাস।
এ জীবনে আর হবে নাকো দেখা
হবে না আবার সমুদ্রভ্রমণ;
বয়সের বুড়ি এসেছে কি ফিরে ?
কোথায় হারাল যুগল যৌবন!
মনে পড়ে যদি আমাকে আবার
হাতে তুলে নিয়ো এক গোছা ফুল;
কান পেতে শোনো বধূ বিদেশিনী
আমিও এখানে বলছি কবুল!