হৃদমাজারে
গগনবিদারী বজ্রে হিয়া কাঁপিছে দুরু দুরুঘূর্ণিপবন বহে শনশন নৃত্যে ভূতল তরু।বজ্রমেঘের বৈরী নিশি তন্দ্রাহারা আঁখিবিজন গৃহে একেলা জেগে স্রষ্টাকে আজ ডাকি।দ্যুলোক ভূল্যোক সপ্তগগন চন্দ্র তারা রবিনিখিল জগৎ মনুষ্যকুল সৃষ্টি যে তাঁর সবি।সৃষ্টি লয়ে স্রষ্টা খেলে আপন কৌতূহলেবিশ্বনৃত্যে মনুষ্যকুল স্রষ্টাকে রয় ভুলে।
হৃদমাজারে
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৪
পৃষ্ঠার দৈর্ঘ্য
88
ISBN
978 984 502 868 4
বইয়ের তথ্য
গগনবিদারী বজ্রে হিয়া কাঁপিছে দুরু দুরু
ঘূর্ণিপবন বহে শনশন নৃত্যে ভূতল তরু।
বজ্রমেঘের বৈরী নিশি তন্দ্রাহারা আঁখি
বিজন গৃহে একেলা জেগে স্রষ্টাকে আজ ডাকি।
দ্যুলোক ভূল্যোক সপ্তগগন চন্দ্র তারা রবি
নিখিল জগৎ মনুষ্যকুল সৃষ্টি যে তাঁর সবি।
সৃষ্টি লয়ে স্রষ্টা খেলে আপন কৌতূহলে
বিশ্বনৃত্যে মনুষ্যকুল স্রষ্টাকে রয় ভুলে।