নীল চিঠি
আজ কত তারিখ ? চৌদ্দই বৈশাখ। কেন ?তারিখটা মনে রাখতে হবে। আজ আমাদের প্রেম হলো। ফাল্গুনে দেখা বৈশাখে প্রেম। কাল ভার্সিটিতে আসবে ? আসব। তুমি ? আসব তবে তোমার সঙ্গে দেখা করব না। দেখা করবে না! কেন ? তোমাকে একটা চিঠি দিতে হবে। তারপর...চিঠি! তোমার লেখা ভালোবাসার প্রথম চিঠি। যদি না দিই ? দেখা হবে না। তোমাকে এতদিন না দেখে...
নীল চিঠি
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২২
পৃষ্ঠার দৈর্ঘ্য
160
ISBN
978 984 502 918 6
বইয়ের তথ্য
আজ কত তারিখ ?
চৌদ্দই বৈশাখ। কেন ?
তারিখটা মনে রাখতে হবে। আজ আমাদের প্রেম হলো। ফাল্গুনে দেখা বৈশাখে প্রেম।
কাল ভার্সিটিতে আসবে ?
আসব। তুমি ?
আসব তবে তোমার সঙ্গে দেখা করব না।
দেখা করবে না! কেন ?
তোমাকে একটা চিঠি দিতে হবে। তারপর...
চিঠি!
তোমার লেখা ভালোবাসার প্রথম চিঠি।
যদি না দিই ?
দেখা হবে না।
তোমাকে এতদিন না দেখে থাকতে পারব ?
তাহলে কালই একটা চিঠি দিয়ো।
কালই!
হুম।
আমি!
তুমিই।
কী লিখব তোমায় ? কী নামে যে ডাকি! আচ্ছা, চিঠি লিখে কোন ঠিকানায় পাঠাব ?
আমার হৃদয়ের ঠিকানায় পাঠিয়ে দিয়ো। অপেক্ষায় থাকব।