নিনির সবুজ জ্যোৎস্না
খালিদের কথাটা শুনে ওর চেহারার দিকে ভালো করে তাকাল নিনি। বিশ্বাস হচ্ছে না কথাটা। কোনো ভাবনাও আসছে না মাথায়। কেমন যেন শূন্য শূন্য লাগছে সব। ফাঁকা হয়ে যাচ্ছে চারপাশ। নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছে এ মুহূর্তে, অপাঙ্ক্তেয়। বুকের ভেতর কোথায় যেন ভারী হয়ে গেল বেশ। খালিদের দিকে একটা হাত বাড়িয়ে দিয়েই সেটা ফিরিয়ে নিয়ে বলল, ‘তুমি ঠিক শুনেছ তো খালিদ!’...
নিনির সবুজ জ্যোৎস্না
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০১৩
পৃষ্ঠার দৈর্ঘ্য
200
ISBN
978984502095
বইয়ের তথ্য
খালিদের কথাটা শুনে ওর চেহারার দিকে ভালো করে তাকাল নিনি। বিশ্বাস হচ্ছে না কথাটা। কোনো ভাবনাও আসছে না মাথায়। কেমন যেন শূন্য শূন্য লাগছে সব। ফাঁকা হয়ে যাচ্ছে চারপাশ। নিজেকে প্রচণ্ড অসহায় মনে হচ্ছে এ মুহূর্তে, অপাঙ্ক্তেয়। বুকের ভেতর কোথায় যেন ভারী হয়ে গেল বেশ। খালিদের দিকে একটা হাত বাড়িয়ে দিয়েই সেটা ফিরিয়ে নিয়ে বলল, ‘তুমি ঠিক শুনেছ তো খালিদ!’ নিনির ফিরিয়ে নেওয়া হাতের দিকে হাত বাড়াল খালিদ। আলতো করে সেটার ওপর নিজের হাতটা রেখে বলল, ‘আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে কম কথা বলে রাহাদ, এবং যা বলে সত্য বলে। কথাটা ওই আমাকে বলেছে।’ ‘জোক করে নি তো রাহাদ!’ ‘ও জোক করার মতো ছেলে না, নিনি।’ খালিদ নিনির দিকে একটু ঝুঁকে বসে বলল, ‘অন্তত এসব ক্ষেত্রে তো নয়ই।’ ‘আমার ঠিক বিশ্বাস হচ্ছে না, খালিদ।’ কেমন অসহায়ের মতো শোনাল নিনির গলা। ‘আমারও বিশ্বাস হয় নি। কিন্তু-।’ থেমে গেল খালিদ।