দি প্রফেট (স.)
কবি হচ্ছেন সমাজের সব থেকে সংবেদনশীল মানুষ। সাহিত্যের সর্বোৎকৃষ্ট স্থানে কবিতার অবস্থান। যিনি কবিতা লেখেন, যিনি কবিতা পড়েন, যিনি কবিতা শোনেন অর্থাৎ কবি এবং কবিতার পাঠক, শ্রোতা সবাই প্রথম শ্রেণির সংস্কৃতিবান। রাসূল (স.) কবিতার একনিষ্ঠ ভক্ত ছিলেন। কবিতা এমন একটি অস্ত্র যা তরবারির চেয়েও ধারালো। তাঁর সময়ের কবিদেরকে তিনি এরকম ধারালো কবিতা লিখতে প্রণোদনা দিতেন। তিনি শুধু কবি ও কবিতার...
দি প্রফেট (স.)
প্রথম প্রকাশিত
ফেব্রুয়ারি ২০২০
পৃষ্ঠার দৈর্ঘ্য
128
ISBN
978984502610 9
বইয়ের তথ্য
কবি হচ্ছেন সমাজের সব থেকে সংবেদনশীল মানুষ। সাহিত্যের সর্বোৎকৃষ্ট স্থানে কবিতার অবস্থান। যিনি কবিতা লেখেন, যিনি কবিতা পড়েন, যিনি কবিতা শোনেন অর্থাৎ কবি এবং কবিতার পাঠক, শ্রোতা সবাই প্রথম শ্রেণির সংস্কৃতিবান। রাসূল (স.) কবিতার একনিষ্ঠ ভক্ত ছিলেন। কবিতা এমন একটি অস্ত্র যা তরবারির চেয়েও ধারালো। তাঁর সময়ের কবিদেরকে তিনি এরকম ধারালো কবিতা লিখতে প্রণোদনা দিতেন। তিনি শুধু কবি ও কবিতার পৃষ্ঠপোষকই ছিলেন না, নবুয়তের মতো গুরুদায়িত্ব পালনের মধ্য দিয়েও কবি ও কবিতাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন সময়ে কবিতার ওপর আলোকপাত করেছেন, মন্তব্য রেখেছেন এবং বিভিন্ন জনের কবিতা শুনতে আগ্রহ প্রকাশ করেছেন। এরকম একটি উল্লেখযোগ্য মন্তব্য হলো, ‘যে দুটো মনোরম আভরণে বিশ্বাসীকে আল্লাহ সাজিয়ে থাকেন— কবিতা তার একটি।’ শোকে-দুঃখে, আনন্দ-বেদনায় রাসূল (স.)-কে স্ফূর্তিতে রাখার জন্য সাহাবি কবিরা কবিতা আবৃত্তি করে শোনাতেন। সাহাবি কবিদের মধ্যে কবি হাস্সান বিন সাবিতের প্রতি রাসূল (স.)-এর প্রবল ভালোবাসা ছিল। তাঁর কবিতা ছিল উন্মুক্ত এবং উত্তোলিত তরবারির মতো। মহানবী (স.) অনেককেই জীবিতাবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। কবিতা লেখার পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন হাস্সান বিন সাবিত (রা.)। হাস্সান বিন সাবিতের কবিতা শুনে রাসূল (স.) ঘোষণা দিয়েছিলেন, ‘হে হাস্সান, আল্লাহর কাছ থেকে তোমার জন্য পুরস্কার রয়েছে জান্নাত।’