
গাছ নেই ছায়া পড়ে আছে (Gach Nei Chaya Pore Ache)
আশরাফ আহমদের আবির্ভাব সত্তরের দশকে হলেও তাঁর প্রথম গ্রন্থ ‘জ্বলে জ্বলে কৃষ্ণচূড়া চোখ’ প্রকাশিত হয় আশির দশকের শুরুতে। প্রথম কাব্যে তাঁর কবিতা কিছুটা অজটিল, সরল ও অনেকটা একরৈখিক মনে হলেও পরবর্তীকালে, সময়ের সঙ্গে তা পাল্টে যেতে থাকে। তাঁর কবিতা কিছুটা বর্ণনামূলক, কিন্তু চিত্রকল্প, উপমা ও উৎপ্রেক্ষার সমাবেশ তাঁর কবিতাকে করে তোলে আপাত রহস্যময় এবং বহুবর্ণিল।তাঁর কবিতায় থাকে কোনো না কোনো...

গাছ নেই ছায়া পড়ে আছে (Gach Nei Chaya Pore Ache)
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৫
পৃষ্ঠার দৈর্ঘ্য
64
ISBN
978 984 99872 1 5
বইয়ের তথ্য
আশরাফ আহমদের আবির্ভাব সত্তরের দশকে হলেও তাঁর প্রথম গ্রন্থ ‘জ্বলে জ্বলে কৃষ্ণচূড়া চোখ’ প্রকাশিত হয় আশির দশকের শুরুতে। প্রথম কাব্যে তাঁর কবিতা কিছুটা অজটিল, সরল ও অনেকটা একরৈখিক মনে হলেও পরবর্তীকালে, সময়ের সঙ্গে তা পাল্টে যেতে থাকে। তাঁর কবিতা কিছুটা বর্ণনামূলক, কিন্তু চিত্রকল্প, উপমা ও উৎপ্রেক্ষার সমাবেশ তাঁর কবিতাকে করে তোলে আপাত রহস্যময় এবং বহুবর্ণিল।
তাঁর কবিতায় থাকে কোনো না কোনো গল্পের ইশারা, কিন্তু তা কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে এগিয়ে চলে অনন্য ও বহুমাত্রিক অর্থদ্যোতনার দিকে।
তাঁর উচ্চারণভঙ্গি দৃঢ়, স্পষ্ট, কখনো কখনো ব্যঙ্গাত্মকও। অবলীলায় ব্যবহার করতে পারেন
যে-কোনো আটপৌরে ও নৈমিত্তিক শব্দ। জীবনের সকল পর্যায়, সব রকমের উত্থান-পতন, আনন্দ-বেদনা তাঁর কবিতার উপজীব্য। মানুষ ও প্রকৃতি সেখানে একাকার ও সমার্থক ।
তাঁর কবিতা একইসঙ্গে নিস্পৃহ কিন্তু আবেগমথিত। এখানেই তিনি তাঁর সময়ের আর সকলের চাইতে স্বতন্ত্র। একা।