কিছু ফুল কিছু ভুল
পৃথিবীর সমস্ত রাতগুলো যদি তোমার আমার হয়, কী হবে দিনের আলোয় যদি না পাই তোমায়! জানো তো, রাত আমার ভীষণ প্রিয়, নিরঞ্জন। এ কেমন কথা, ধ্রুপদী। এটাই সত্য, নিরঞ্জন। তোমাকে ভালোবেসেছি রাতের মতন। রাতের নৈঃশব্দ্যে আমার সমস্ত অনুভবে তোমাকে পাই একান্ত করে। রাতের প্রতিটি প্রহরে তোমাকে নিয়ে ভেসে যাই পৃথিবীর ওপারের সুনসান এক নীরবতার জগতে। কখনো মেঘের ভাঁজে, কখনো তারার...
কিছু ফুল কিছু ভুল
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২১
পৃষ্ঠার দৈর্ঘ্য
128
ISBN
978 984 502 787 8
বইয়ের তথ্য
পৃথিবীর সমস্ত রাতগুলো যদি তোমার আমার হয়, কী হবে দিনের আলোয় যদি না পাই তোমায়! জানো তো, রাত আমার ভীষণ প্রিয়, নিরঞ্জন। এ কেমন কথা, ধ্রুপদী। এটাই সত্য, নিরঞ্জন। তোমাকে ভালোবেসেছি রাতের মতন। রাতের নৈঃশব্দ্যে আমার সমস্ত অনুভবে তোমাকে পাই একান্ত করে। রাতের প্রতিটি প্রহরে তোমাকে নিয়ে ভেসে যাই পৃথিবীর ওপারের সুনসান এক নীরবতার জগতে। কখনো মেঘের ভাঁজে, কখনো তারার মেলায়। কখনো তুমি-আমি হারিয়ে যাই গহীন রাতের নিঃশব্দ অরণ্যে। তোমার বুকে শুয়ে পাতার গানশুনি, রাতের ঘ্রাণ নিই, একাকী আকাশ দেখি। কিন্তু আমার যে ইচ্ছে করে কুয়াশা ভেজা ভোরে সবুজ ঘাসের বুকে তোমায় নিয়ে হাঁটতে, দীর্ঘরাত পার করা প্রসাধনহীন তোমার সহজ মুখটা দেখতে। ইচ্ছে করে কোনো একদুপুরে হঠাৎ ঝড়ের মুখে পড়া এলোমেলো তোমাকে দেখতে, কোনো এক গহন বর্ষায় তোমাকে নিয়ে বৃষ্টি ছুঁতে।
একজীবনে মানুষের সব আশা পূর্ণ হয় না, নিরঞ্জন। গভীর অরণ্যের রাত দেখেছ কখনো ? অদ্ভূত মায়াময়! তুমি যেমন দিনের প্রতিটি প্রহরের আলাদা ঘ্রাণ অনুভব করো, আমিও তেমনি মধ্যরাতের মিহি বাতাস, গভীর রাতের ঝুম বৃষ্টির মুহূর্তগুলো খুব উপভোগ করি। ঠিক এমন সময়গুলোতে তোমাকে খুব পেতে ইচ্ছে করে।