কণার অনিশ্চিত যাত্রা
‘কণার অনিশ্চিত যাত্রা’ তাঁর দ্বিতীয় উপন্যাস। প্রথমটি ‘শেষ নেই’, যেটি প্রকাশিত হয়েছে ২০০৪ সালে। কণা ছিল সর্বদাই হাসিখুশি, অত্যন্ত সপ্রতিভ, সেভাবেই সারাজীবন থাকবে বলে আশা ছিল তার, আশা করত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবও। কিন্তু তাকে ভীষণ বিষণ্নতায় পেয়েছে, ঠিক সেই সময়টিতে যখন সে পড়াশোনা শেষ করে পেশাজীবনে প্রবেশের মুখে এসে পৌঁছেছে। বিষণ্নতার কারণটি ভেতরের নয়, বাইরের। একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলা হয়েছিল বাইরে...
কণার অনিশ্চিত যাত্রা
প্রথম প্রকাশিত
একুশে বইমলো ২০০৫
পৃষ্ঠার দৈর্ঘ্য
120
ISBN
984868316x
বইয়ের তথ্য
‘কণার অনিশ্চিত যাত্রা’ তাঁর দ্বিতীয় উপন্যাস। প্রথমটি ‘শেষ নেই’, যেটি প্রকাশিত হয়েছে ২০০৪ সালে। কণা ছিল সর্বদাই হাসিখুশি, অত্যন্ত সপ্রতিভ, সেভাবেই সারাজীবন থাকবে বলে আশা ছিল তার, আশা করত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবও। কিন্তু তাকে ভীষণ বিষণ্নতায় পেয়েছে, ঠিক সেই সময়টিতে যখন সে পড়াশোনা শেষ করে পেশাজীবনে প্রবেশের মুখে এসে পৌঁছেছে। বিষণ্নতার কারণটি ভেতরের নয়, বাইরের। একটি ষড়যন্ত্র পাকিয়ে তোলা হয়েছিল বাইরে থেকে। তাঁর একার বিরুদ্ধে নয়, গোটা পরিবারের বিরুদ্ধেই। কাজটা যারা করেছে কণার তারা আপনজন। মিথ্যাচারের পেছনের যে রহস্য সেটাকে ছিন্ন করার দায়িত্ব কণা নিজেই নিয়েছিল, নিজের ওপর। এগিয়েও ছিল অনেক দূর। কিন্তু এর মধ্যেই মস্ত এক বিপর্যয় ঘটে গেল, কণার বাবা মারা গেলেন । কণার মা চলে গেছেন আগেই, এবার গেলেন বাবা । কণার আপনজনেরা পর হয়েছে, কিন্তু ওর মায়ের সমান বয়সের এক মহিলা কণার অত্যন্ত আপন হয়ে উঠেছেন। সেটাও ঘটনাক্রমেই। মহিলাকে কণা জানত না, আগে কখনো দেখেই নি।
কণার কাহিনী নিশ্চয়ই আরো এগুবে। কিন্তু আপাতত আমরা দেখছি সে এক নতুন জীবনের দিকে পা দিয়েছে। পারবে কি ? সেটা পরের ব্যাপার। কিন্তু কণা জানে যে তাকে যেতেই হবে, সামনে।