এভালন দ্বীপে একরাত
হাজার দ্বীপে খুঁজেছি তোমায়, সময়ের রথে চড়ে।তৃষ্ণার্ত মন, ক্ষুধার্ত দেহ নিয়েশতাব্দীর পর শতাব্দী ধরে।সময়ের পিছে ফিরে যেতে যেতে;পেয়েছি তোমায় আমি এভালন দ্বীপে।সেখানে পাখির কূজনে প্রভাত হতো,ভোরের স্নিগ্ধ হাওয়ায় ঝরে পড়তম্যাপল পাতার কুঁড়ি।সেখানে গির্জার ঘণ্টা বন্ধ হলে,তারাদের ঝিকিমিকি আলোর বিচ্ছুরণেপৃথিবীতে নেমে আসত পরি।
এভালন দ্বীপে একরাত
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২১
পৃষ্ঠার দৈর্ঘ্য
64
ISBN
978 984 502 816 5
বইয়ের তথ্য
হাজার দ্বীপে খুঁজেছি তোমায়,
সময়ের রথে চড়ে।
তৃষ্ণার্ত মন, ক্ষুধার্ত দেহ নিয়ে
শতাব্দীর পর শতাব্দী ধরে।
সময়ের পিছে ফিরে যেতে যেতে;
পেয়েছি তোমায় আমি এভালন দ্বীপে।
সেখানে পাখির কূজনে প্রভাত হতো,
ভোরের স্নিগ্ধ হাওয়ায় ঝরে পড়ত
ম্যাপল পাতার কুঁড়ি।
সেখানে গির্জার ঘণ্টা বন্ধ হলে,
তারাদের ঝিকিমিকি আলোর বিচ্ছুরণে
পৃথিবীতে নেমে আসত পরি।