উপন্যাস সমগ্র-৪
নিরন্তর ঘণ্টাধ্বনি, ক্ষরণ ও কাঁটাভারে প্রজাপতি উপন্যাস নিয়ে প্রকাশিত হলো উপন্যাস সমগ্র-৪। নিরন্তর ঘণ্টাধ্বনি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে বাংলা একাডেমি থেকে। অমর একুশের পটভূমিতে রচিত তিনটি উপন্যাস নিয়ে সে সময়ে প্রকাশিত হয়েছিল একুশের উপন্যাস নামে একটি সংকলন। নিরন্তর ঘণ্টাধ্বনি তার একটি বই। ১৯৮৭ সালে বইটি এককভাবে প্রকাশিত হয় আহমদ পাবলিশিং হাউজ থেকে। বেশ কিছু পরিমার্জনার পরে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত...
উপন্যাস সমগ্র-৪
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০১৪
পৃষ্ঠার দৈর্ঘ্য
472
ISBN
9789845021920
বইয়ের তথ্য
নিরন্তর ঘণ্টাধ্বনি, ক্ষরণ ও কাঁটাভারে প্রজাপতি উপন্যাস নিয়ে প্রকাশিত হলো উপন্যাস সমগ্র-৪। নিরন্তর ঘণ্টাধ্বনি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে বাংলা একাডেমি থেকে। অমর একুশের পটভূমিতে রচিত তিনটি উপন্যাস নিয়ে সে সময়ে প্রকাশিত হয়েছিল একুশের উপন্যাস নামে একটি সংকলন। নিরন্তর ঘণ্টাধ্বনি তার একটি বই। ১৯৮৭ সালে বইটি এককভাবে প্রকাশিত হয় আহমদ পাবলিশিং হাউজ থেকে। বেশ কিছু পরিমার্জনার পরে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। বছর দুয়েক পরে মনে হলো উপন্যাসটি যেভাবে লিখতে চেয়েছিলাম সেভাবে লেখা হয় নি। আবার পরিমার্জনা শুরু করি। তৃতীয় পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয় ২০১১ সালে। এই সংস্করণটি বর্তমান গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে ।
১৯৯৮ সালে উপন্যাসটি ফিলিপস পুরস্কার লাভ করে। ১৯৯৪ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে এম.এ. ক্লাসের পাঠ্য ছিল। ২০১২ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতক শ্রেণীতে পাঠ্য হয় ৷
উপন্যাসের পটভূমি চল্লিশের দশকের ঢাকা। নায়ক সোমেন চন্দের রাজপথে মিছিলে নিহত হওয়ার ঘটনা, মন্বন্তর, দাঙ্গা, ভাষা আন্দোলন ইত্যাদিসহ শেষ হয় জেলে বসে মুনীর চৌধুরীর কবর নাটক রচনার মধ্যে।
ক্ষরণ উপন্যাস প্রথম প্রকাশিত হয় ১৯৮৮ সালে। দ্বিতীয় মুদ্রণ ২০০০, তৃতীয় মুদ্রণ ২০০৭ ও চতুর্থ মুদ্রণ হয় ২০১২ সালে। গল্পটি শহরের পটভূমিতে ভাঙা পরিবারের গল্প। আছে নিঃসঙ্গতা, ক্রোধ, ভাঙা পরিবারের সন্তানের বখে যাওয়া এবং শেষপর্যন্ত বিপর্যস্ত মানুষের আত্মহনন। অন্য কথায় সমাজের নেতিবাচক দিকের গল্প এই উপন্যাস। এটি কোনো কোনো মানুষের বেঁচে থাকার নান্দীপাঠ ৷
‘কাঁটাতারে প্রজাপতি’ ১৯৮৯ সালে প্রথম প্রকাশিত হয়। দ্বিতীয় মুদ্রণ ২০০৩, তৃতীয় মুদ্রণ ২০০৭ ও চতুর্থ মুদ্রণ ২০১৩ সালে হয়। উপন্যাসটি ২০১২ সালে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে পাঠ্য হয়। ‘কাঁটাতারে প্রজাপতি’ নাচোলের তে-ভাগা আন্দোলনের শিল্পরূপ। এ উপন্যাসে ইলা মিত্রের মতো ইতিহাসের পাত্রপাত্রীর পাশাপাশি উঠে এসেছে আরও সাধারণ জন- আনন্দ-বেদনা, আশা-নিরাশা, সফলতা-ব্যর্থতা নিয়ে যাদের প্রত্যেকে এক একজন পরিপূর্ণ মানুষ। এই বই পাঠককে নিয়ে যায় নিজের কাছ থেকে বহু দূরে এবং একই সঙ্গে ফিরিয়ে আনে নিজের খুব কাছে।