
আমাদের মাতৃভাষা-চেতনা ও ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এবং তাই থেকে বাঙালির মহত্তম অর্জন মুক্ত স্বাধীন বাংলাদেশ সমকালীন দেশবাসীর প্রত্যক্ষ অভিজ্ঞতায় তা জানা। আর পরের প্রজন্মের মানুষেরা সুস্থ উত্তরাধিকারের স্বাভাবিকতায় সেই সাথে সম্পৃক্ত হয়েছে। স্বভাবতই এইখানে অনুসন্ধিৎসা আসবে, মাতৃভাষা আন্দোলন দিয়েই যখন বাঙালির মুক্তি অভিযানের উদ্বোধন, সেক্ষেত্রে উৎসমুখের কথা, বহমানতার পরিচিতি ইত্যাদি এই সব নিয়ে। আসলে স্বতঃস্ফূর্ত আগ্রহ-বাংলা ভাষার ইতিহাস সন্ধান। এই গ্রন্থে সংক্ষিপ্ত...

আমাদের মাতৃভাষা-চেতনা ও ভাষা আন্দোলন
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০০০
পৃষ্ঠার দৈর্ঘ্য
184
ISBN
9848681275
বইয়ের তথ্য
ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এবং তাই থেকে বাঙালির মহত্তম অর্জন মুক্ত স্বাধীন বাংলাদেশ সমকালীন দেশবাসীর প্রত্যক্ষ অভিজ্ঞতায় তা জানা। আর পরের প্রজন্মের মানুষেরা সুস্থ উত্তরাধিকারের স্বাভাবিকতায় সেই সাথে সম্পৃক্ত হয়েছে। স্বভাবতই এইখানে অনুসন্ধিৎসা আসবে, মাতৃভাষা আন্দোলন দিয়েই যখন বাঙালির মুক্তি অভিযানের উদ্বোধন, সেক্ষেত্রে উৎসমুখের কথা, বহমানতার পরিচিতি ইত্যাদি এই সব নিয়ে। আসলে স্বতঃস্ফূর্ত আগ্রহ-বাংলা ভাষার ইতিহাস সন্ধান। এই গ্রন্থে সংক্ষিপ্ত রূপরেখায় অবয়বটি তুলে ধরবার প্রয়াস পাওয়া গেছে।
গ্রন্থটির প্রধানত দুটো অংশ। প্রথমাংশে বাংলা ভাষালিপির বংশপীঠিকা, ভাষা পরিচিতি, এবং কোন সড়কে কেমন করে এগিয়ে যাওয়া। এমন করে বলাটা সহজ যে, মাতৃভাষা তৃণমূল শেকড়প্রোথিত এবং রক্ত-উত্তরাধিকারজাত। তবে বংশপরম্পরায় আমাদের এসবই দুর্গ্রহ গ্রাসিত অদৃষ্ট, ঐ এগিয়ে কাজটি কদাপি সহজ ছিল না। প্রথমাবধিই বারংবার বাধা এসেছে এবং ওপরতলার দাপট প্রসারিত ছিল বিগত বিশ শতকের মাঝামাঝি অবধি। সেই পরিচিতির সন্ধান পাওয়া যাবে এই অংশে।
দ্বিতীয়াংশে রয়েছে পাকিস্তানি দুঃশাসনের কালে প্রতিরোধের ভাষা আন্দোলনের কথা। গ্রন্থটি প্রস্তুতির সচেতন এবং পরিকল্পিত লক্ষ্য- যাতে করে বহমানতায় আমাদের মাতৃভাষার স্বরূপটি চিহ্নিত করে নেয়া যায়।