সিলভিয়া পারভীন লেনি (Silviya Parveen Laney)

সিলভিয়া পারভীন লেনি (Silviya Parveen Laney)

সিলভিয়া পারভীন লেনি। বেড়ে উঠেছেন নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে। পড়াশোনা যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন বিশ^বিদ্যালয়ে। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি সংবাদকর্মী হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। কাজ করেছেন একুশে টেলিভিশন, একাত্তর টিভি ও রেডিও ঢোলে। বর্তমানে ব্যবসায়িক ও সামাজিক উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। নিজের মেধা ও শ্রমে গড়ে তুলেছেন অর্গানিক এগ্রোভিত্তিক প্রতিষ্ঠান। এছাড়াও সমসাময়িক নানা বিষয়ে প্রবন্ধ-নিবন্ধ লিখছেন জাতীয় দৈনিকে আর কথা বলছেন টিভি টকশোতেও।

Filter

Sort by:

No products match those filters.

Use fewer filters or remove all